ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধের চেতনায় যাত্রা অব্যাহত থাকবে : সাইফুল আলম

প্রকাশিত : ১৪:১৩, ১৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৭:৫৯, ১৪ এপ্রিল ২০১৯

একুশে টেলিভিশনের বিশতম পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘দীর্ঘ পথচলায় নানা চড়াই উৎরাই পার হয়ে দর্শকদের মাঝে দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করেই আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।’

মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ এবং সৃজনশীল ও বৈচিত্রময় অনুষ্ঠান প্রচারের মধ্যে দিয়ে একুশে টেলিভিশন আজ সুস্থ ধারার বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলমান এই সাথল্যের পিছনে রয়েছে একুশে পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা, সক্রিয় অংশগ্রহন এবং সংশ্লিষ্ট মহলের সমর্থন ও পৃষ্ঠপোষকতা।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে দেশ-মাটি-মানুষের মুখপত্র রূপে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে। আমাদের এই চলমান যাত্রার অংশীদার হিসাবে সম্মানিত দর্শকবৃন্দ, শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে নিয়ে আমরা একুশেকে দেশীয় সংস্কৃতির বাহন হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে চাই। সর্বোপরি আমি একুশে টিভির সাফল্য কামনা করছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি